যে কারণে সালমানকে ‘হত্যার’ চেষ্টা করেছিল সেই ব্যক্তি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১৫:২৩
বলিউডের ভাইজানখ্যাত সালমান খানকে ‘হত্যার’ চেষ্টা করে যাচ্ছিল কুখ্যাত গ্যাংয়ের এক শার্প শুটার। সম্প্রতি এক রেশন ডিলারের খুনের তদন্তে পুলিশের হাতে ধরা পড়ায় সালমানকে হত্যার সব পরিকল্পনা ভেস্তে গেল সেই শার্প শুটারের।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, গত ১৫ আগস্ট রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি নামে এক শার্প শুটারকে গ্রেফতার করে ফরিদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার সঙ্গে আরও চার ব্যক্তিকে ধরা হয়েছে। রাহুলের কাছ থেকে গুলিভরা পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সালমানকে খুনের পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাহুল।