বিজেপি'র প্রাক্তন মন্ত্রীকে খুন করতে এসে গুজরাত ATS-এর জালে ছোটা শাকিলের 'শার্প শুটার'
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ২২:৩৩
nationগুজরাতের প্রাক্তন বিজেপি মন্ত্রী গোরধন জদাফিয়াকে খুন করতে অহমেদাবাদে শার্প শুটার পাঠিয়েছিল ছোটা শাকিল। মঙ্গলবার গুজরাত এটিএসের অভিযানে অহমেদাবাদের এক হোটেল থেকে ধরা পড়ে গেল ওই শার্প শুটার।