টিকটক অপু নামে পরিচিত ইয়াসীন আরাফাত অপুকে কারাগারে পাঠানোর সময় তাঁর চুল ছিল বড় ও সবুজ রঙের। ১৫ দিন পর গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর সেই চুল আর দেখা যায়নি। কারাগারে চুল কেটে ছোট করায় অপুর মন খারাপ হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জাহানারা বেগম। আজ বুধবার এনটিভি অনলাইনকে জাহানারা বেগম বলেন, ‘অপু মডেলিং করেন, এটা তাঁর পেশা। কাজের প্রয়োজনে তিনি চুল বড় রেখেছিলেন এবং ভিন্ন রং করিয়েছিলেন। কিন্তু কারাগারে তাঁর চুল কেটে ছোট করা হয়েছে। এতে তাঁর মন খারাপ হয়ে গেছে।’ আইন অনুযায়ী হাজতি কারো চুল কেটে দেওয়া যায় কি না, জানতে চাইলে জাহানারা বেগম বলেন, ‘কারা কর্তৃপক্ষ বিষয়টি ভালো বলতে পারবে।’