বর্ষা শুরু হলে প্রায় মাস চারেক জলে ডুবে থাকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিস্তীর্ণ বিলগুলো। এসব এলাকার কৃষি নির্ভর মানুষগুলো হয়ে পড়েন অনেকটাই কর্মহীন। বিলে বিলে শাপলা তুলে এ সময় উপার্জনের চাকা সচল রাখেন তাদের অনেকে।