যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তিতে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর মধ্যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে টানা সাত রাত বিমান হামলা চালালো ইসরায়েল। হামলা বন্ধে মিশরের মধ্যস্থতার চেষ্টাও আমলে নেয়নি ইহুদি রাষ্ট্রটি। আলজাজিরা জানায়, গাজায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালায় ইসরায়েল।
মঙ্গলবার রাতে হামাস শাসিত গাজায় সর্বশেষ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ নিয়ে টানা সাত রাত ফিলিস্তিনি অঞ্চলটিতে হামলা চালালো তারা। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, সীমান্ত থেকে ইসরায়েলি এলাকায় বেলুনে করে আগুন নিক্ষেপ করছে হামাস। এর জবাব দিতে যুদ্ধবিমান দিয়ে হামাসের স্থাপনায় অভিযান চালানো হচ্ছে।