সাঙ্গ হল পণ্ডিত যশরাজের সুরের সাধন

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৭:২৬

.tdi_2_b2e.td-a-rec-img{text-align:left}.tdi_2_b2e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম সাধক পণ্ডিত যশরাজ আর নেই। তাঁর মেয়ে দুর্গা যশরাজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই সংগীত গুরু। পণ্ডিত যশরাজের বয়স হয়েছিল ৯০ বছর। এনডিটিভি জানিয়েছে, করোনা মহামারীর প্রকোপ বাড়তে থাকায় ভারত সরকার গত মার্চে যখন লকডাউনের ঘোষণা দিল, পণ্ডিত যশরাজ তখন যুক্তরাষ্ট্রে। ওই অবস্থায় তিনি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লিখেছেন, এই সংগীত গুরুর মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হল। খবর বিডিনিউজের। ১৯৩০ সালের ২৮ জানুয়ারি ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহাবাদের পিলি মান্দরি গ্রামে যশরাজের জন্ম। শৈশবে বাবা পণ্ডিত মতিরামকে হারানোর পর তিনি বেড়ে ওঠেন ভাই মণিরামের স্নেহসান্নিধ্যে। সংগীতে অসামান্য অবদানের জন্য পণ্ডিত যশরাজ ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন।.tdi_3_ee7.td-a-rec-img{text-align:left}.tdi_3_ee7.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us