You have reached your daily news limit

Please log in to continue


সাংসদ ফজলে করিম করোনায় আক্রান্ত

.tdi_2_d54.td-a-rec-img{text-align:left}.tdi_2_d54.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর। সাংসদের ব্যক্তিগত সহকারী সৈয়দ আবদুল জব্বার সোহেল জানিয়েছেন রিপোর্ট পাওয়ার পর তিনি বাসা থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে আছেন। গতকাল সোমবার রাউজান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন সাংসদের রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। রাউজান উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুসহ অনেকেই। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গতকাল ২৯ জনের নমুনা সংগ্রহ করে সাংসদসহ ৬ জনের করোনা পজিটিভ আসে।.tdi_3_9fe.td-a-rec-img{text-align:left}.tdi_3_9fe.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন