নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডায়নামিল্ক নামক রোলিং মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তানভীর আলম (২২) নামে এক শ্রমিককে তার সহকর্মী পেটে কিল-ঘুষি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় ঘটে এ ঘটনা। রূপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, কর্নগোপ এলাকায় অবস্থিত ডায়নামিল্ক রোলিং মিলে চাকরি করে আসছিল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন মীরওয়ারিনপুর এলাকার আব্দুল আলীমের ছেলে তানভীর আলম। সে কারখানার ভেতরে মিল ব্যারাকে একই কারখানার শ্রমিক নোয়াখালীর সুধারাম থানাধীন আতাইশপুর এলাকার শাহ আলমের ছেলে রাজিব (১৮)-এর সঙ্গে থাকতো। রোববার রাত সাড়ে ৮টার দিকে টাকাপয়সার লেনদেন নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় রাজিব তানভীরের তলপেটে কয়েকটি কিল-ঘুষি মারে। এতে করে তানভীর জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় আশেপাশের লোকজন তাকে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। রাতেই পুলিশ ঘাতক তানভীরকে আটক করেছে। এ ঘটনায় সোমবার সকালে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।