‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক গোলাম মুরশিদ ও ইমদাদুল হক মিলন। এছাড়া ‘সাহিত্যরত্ন সম্মাননা ২০২০’ পাচ্ছেন রামেন্দু মজুমদার। সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮-এর জন্য সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন গবেষক ও লেখক গোলাম মুরশিদ এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গোলাম মুরশিদ তার ‘বিদ্রোহী রণক্লান্ত নজরুল-জীবনী’ এবং ইমদাদুল হক মিলন তার ‘মায়ানগর’ উপন্যাসের জন্য এ পুরস্কার পাচ্ছেন।