করোনার জেরে ৫ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হল বৈষ্ণোদেবী মন্দির। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই ১৬ অগস্ট থেকে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হল বলে জানিয়ছে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড। করোনা কালেই পূর্ণ্যার্থীদের জন্য রবিবার থেকে খুলে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের এই পবিত্র তীর্থস্থান।
বৈষ্ণোদেবী ছাড়াও জম্মুতে আরও কয়েকটি গুরুত্বপূ্র্ণ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে হল, বাহু ফোর্টের মহাকালী মন্দির, জম্মু অসমারিক সচিবালয়ের কাছে ঐতিহাসিক শিব মন্দির ও শহরের জনপ্রিয় রঘুনাথ মন্দির।এছাড়া নাগরোটার কোল কাণ্ডোলী মন্দিরের দরজাও খুলে যাবে সোমবার থেকে। এই মন্দিরকে অনেকেই বৈষ্ণোদেবীর প্রথম দর্শন বলে মনে করেন।