পোর্ট কানেকটিং রোড থেকে সরছে দুটি মাজারের বর্ধিত অংশ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৬:৪৬

.tdi_2_9d9.td-a-rec-img{text-align:left}.tdi_2_9d9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরের পোর্ট কানেকটিং রোডের সংস্কার কাজের সুবিধার্থে দুটি মাজারের বর্ধিত অংশ নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে মাজার পরিচালনা কমিটি। মাজারের মূল রওজা ঠিক রেখে বর্ধিত অংশ ভাঙার কাজ গতকাল শুরু হয়েছে। এতে রাস্তাটি প্রশস্তকরণে আর কোন বাধা থাকলো না। সড়কের পাশে অবস্থিত মাজার দুটি হচ্ছে- হযরত মনির উল্লাহ শাহ ও হযরত মুনছুর আলী শাহ (র.) এর। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাজার পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেছি। তাদের মাজারের বর্ধিত অংশ সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধ শুনেছেন। এজন্য তাদের ধন্যবাদ। বর্ধিত অংশ সরিয়ে নেয়ায় গুরুত্বপূর্ণ এ সড়ক সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা দূর হলো। তিনি বলেন, পোর্ট কানেকটিং রোডটি সারা বাংলাদেশের পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারে দীর্ঘসূত্রিতার কারণে মানুষের যে ভোগান্তি হয়েছে সেখান থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং প্রকৌশলীদের দ্রুতগতিতে কাজ করার নির্দেশনা দিয়েছি। এতে কাজের গতি বৃদ্ধি পায় এবং আগামী নভেম্বর মাসের মধ্যে কাজটি সম্পূর্ণ শেষ হবে বলে আশা করছি। এদিকে গতকাল মাজারের বর্ধিত অংশ ভাঙার কাজ পরিদর্শন করেন চসিক প্রশাসক। এসময় তিনি বলেন, যারা সড়কের দুই পাশের ড্রেন এবং ফুটপাত দখল করে মালামাল রেখেছেন তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে না নিলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব উপস্থিত ছিলেন।.tdi_3_899.td-a-rec-img{text-align:left}.tdi_3_899.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us