নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ আটজনের ফের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ডের আদেশ দিয়েছেন।