কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন খলিলুর রহমান
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১৯:২৫
কানাডাতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন করোনা সেলের প্রধান সমন্বয়ক ড. খলিলুর রহমান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. খলিলুর রহমান ১৯৮৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার হিসেবে যোগ দেন। তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের বাইরে মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডাবলুএইচও) ঊর্ধ্বতন পদেও কাজ করেছেন।ড. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।