দেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে কি? মোদী সরকারকে প্রশ্ন সনিয়ার
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১৫:২২
ভারতীয় গণতন্ত্রের পক্ষে এ বড় কঠিন সময়। এমনটাই মনে করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থার মূল শর্ত হিসাবে দেশবাসীর নিজস্ব মতামত প্রকাশের অধিকার থাকলেও তা খর্ব করা হচ্ছে। বাক্-স্বাধীনতার সাংবিধানিক অধিকার ছাড়াও খণ্ডিত হচ্ছে বিরুদ্ধ মতপ্রকাশের স্বাধীনতাও। সনিয়ার দাবি, গণতান্ত্রিক কাঠামো রক্ষার দায়িত্ব সরকারের হলেও, তার বিপরীত মেরুতে অবস্থান করছে নরেন্দ্র মোদী সরকার।