জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচিত হলো। শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি উন্মোচন করেন। ডাক অধিদপ্তরের পোস্টাল সর্টিং সেন্টারের সামনে সাত ফুট বেদীর ওপর বঙ্গবন্ধুর পূর্ণ অবয়বের এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের সাহস, দ্রোহ আর সংগ্রামের প্রেরণার জন্য বঙ্গবন্ধুকে অধ্যয়ন করা জরুরি। তিনি বলেন, একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম। পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি কারণ তাদের একজন বঙ্গবন্ধু নেই বলে।