যে ভিতের ওপর দেশ তৈরি, সেই নীতি অক্ষত রাখা উচিত: মুখ্যমন্ত্রী
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৭:২৪
কলকাতা: একটা রাষ্ট্র যে ভিতের ওপর তৈরি, সেই নীতি সর্বদা অক্ষত রাখা উচিত। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে এভাবেই ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভিতকে স্মরণ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপিত করা হয়েছে। নিয়ন্ত্রিত ছিল জমায়েত ও গতিবিধি। শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন "আমার সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি তাঁদের স্যালুট করি যাঁরা স্বাধীন দেশ গড়তে আত্মত্যাগ করেছেন। আমি মনে করি যে ভিতের ওপর একটা দেশ গঠিত, সেই ভিতের নীতি সংরক্ষণ করা জরুরি।"