খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নারীর মৃত্যু

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৪:০৪

.tdi_2_f77.td-a-rec-img{text-align:left}.tdi_2_f77.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে মো. আহাদও আহত হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পাহাড়ে বিবাদমান রাজনৈতিক সংগঠনগুলোর এলোপাতাড়ি গোলাগুলিতে মোর্শেদা বেগম নামে ঐ নারীর মৃত্যু হয়েছে।”.tdi_3_c22.td-a-rec-img{text-align:left}.tdi_3_c22.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us