শিশুদের সততার সঙ্গে দেশের জন্য কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৬:৫১

‘সততা সবচেয়ে বড় শক্তি। তাই সততা ও একাগ্রতা নিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রস্তুতি নিতে হবে। একদিন তোমরাও বড় কাজ করতে পারবে।’ গতকাল শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে শিশুদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ১ লাখবার পবিত্র কোরআন খতমের সিদ্ধান্ত গ্রহণ করে সমাজসেবা অধিদপ্তর। জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পর্যন্ত ৫০ হাজার বার পবিত্র কোরআন খতম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কোরআন খতমের কার্যক্রম মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত অন্যান্য কার্যক্রমের মতো সমাজসেবা অধিদপ্তরের স্বতঃপ্রণোদিত একটি নিজস্ব কর্মসূচি। সমাজসেবা অধিদপ্তরের ৮৫টি সরকারি শিশু পরিবার ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ৩ হাজার ৯২৮টি প্রতিষ্ঠানে লক্ষাধিক এতিম শিশু রয়েছে। এর মধ্যে ৪৭টি জেলার ২ হাজার ৮৭০টি প্রতিষ্ঠানের ৭০ হাজার ৮৫০ জন এতিম শিশু নির্ধারিত ৫০ হাজার বার পবিত্র কোরআন খতম সম্পন্ন করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us