১৯৭১-পূর্ববর্তী সময়টায় বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অব্যাহতভাবে যে দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, তা বিশেষভাবে লক্ষণীয়। একই সঙ্গে পাকিস্তানের সামরিক-বেসামরিক সম্মিলিত শক্তির বিরুদ্ধে যে সাহসের পরিচয় তিনি দিয়েছিলেন, সেটাও বিশেষ মনোযোগ দাবি করে। আর রাজনৈতিক স্বাধীনতার এই লক্ষ্য অর্জনে দেশকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাঁর সমসাময়িকদের তুলনায় তিনি...