করোনায় পাহাড়ে শত কোটি টাকার ক্ষতি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৫৪

.tdi_2_266.td-a-rec-img{text-align:left}.tdi_2_266.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনা ভাইরাসের কারণে ৫ মাস ধরে বন্ধ খাগড়াছড়ির সবকটি পর্যটন ও বিনোদন কেন্দ্র। একই অবস্থা রাঙামাটি ও বান্দরবানে। এতে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে পর্যটনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের। পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে করে চরম দুর্ভোগে দিন কাটছেন অনেকে। খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় এবার ঈদেও কোন পর্যটক আসতে পারেনি। কেবল খাগড়াছড়িতে হোটেল মোটেল ব্যবসায়ীদের দাবি- করোনায় পর্যটন খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা। এখানে হোটেল মোটেলের সংখ্যা প্রায় ৫০ টি। এছাড়া রাঙামাটির সাজেকে রয়েছে শতাধিক রিসোর্ট ও কটেজ। সাজেকে যেতে পর্যটকরা খাগড়াছড়ি আসেন। এতে এখানকার অর্থনীতিও বেশ চাঙ্গা থাকত। সাজেকগামী পর্যটকদের কেন্দ্র করে খাগড়াছড়িতে ভালো ব্যবসা করত রেস্টুরেন্ট ও হোটেলসহ পর্যটন সংশ্লিষ্টরা। তবে করোনা ভাইরাসের সংক্রমণ পাল্টে দিয়েছে সবকিছু। টানা ৫ মাস বন্ধে পুজি হারিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বলা যায়- করোনায় বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের পর্যটন। গত দুই দশকে গড়ে উঠা পাহাড়ের পর্যটন সবচেয়ে কঠিন সময় মোকাবেলা করছে। প্রতি বছর ঈদের পরবর্তী দুই সপ্তাহ পাহাড়ে প্রচুর পর্যটক সমাগম থাকলেও এবার তা নেই । আলুটিলা গুহা,রিছাং ঝরণা, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটে সুনসান নীরবতা। এতে দিন দিন বাড়ছে এ খাতে আর্থিক ক্ষতি। কাজ হারিয়ে অনেকে বেকার সময় কাটাচ্ছে। খাগড়াছড়ির আলুটিলার কয়েকজন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান- করোনার পর থেকে এখানে কোন পর্যটক নেই। বেচাকেনা বন্ধ । সংসার চালানো খুবই কঠিন গেছে। গত মাস ৫ মাসে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্টাফদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। হোটেলে আয় না থাকলেও স্টাফদের বেতন দিতে অনেকে হিমশিম খাচ্ছে। খাগড়াছড়ির গাইরিং হোটেলের ব্যবস্থাপক নয়ন ত্রিপুরা জানান ,গত ৫ মাস ধরে আমাদের এখানে কোন পর্যটক নেই। একারণে প্রতিমাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা লোকসান হচ্ছে। ১৫ জন স্টাফকে বেতন ভাতা দিতে হচ্ছে। খাগড়াছড়িতে প্রায় ৫০ টি ছোট বড় হোটেলে মোটেল রয়েছে, সবগুলোর একই অবস্থা।.tdi_3_d66.td-a-rec-img{text-align:left}.tdi_3_d66.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us