বিআইটিআইডিতে পিসিআর মেশিন দিল বিজিএমইএ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৫৫

.tdi_2_70c.td-a-rec-img{text-align:left}.tdi_2_70c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের কোভিড-১৯ টেস্টের সুবিধার্থে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরটি-পিসিআর মেশিন দিয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মেশিনটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, কোভিড-১৯ এর প্রেক্ষিতে বর্তমানে পোশাক শিল্প সেক্টরে অসংখ্য রফতানি আদেশ বাতিলসহ সীমাহীন দুরবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতির মধ্যেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিএমইএ সল্টগোলা এলাকায় বিজিএমইএ কোভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতাল চালু করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এমএ হাসান, বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও এনামুল আজিজ চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, এসএম আবু তৈয়ব ও নাসিরউদ্দিন চৌধুরী ও সাবেক পরিচালক আবদুল মান্নান রানা, এমদাদুল হক চৌধুরী, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, সাইফ উল্লাহ মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_906.td-a-rec-img{text-align:left}.tdi_3_906.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us