বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো চলছে। বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি বন্ধ হয়নি সংক্রমণ। সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ বেড়েছে স্পেনে। তাই করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন অঞ্চলের নাইটক্লাবগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।