লুডু নিয়ে তুলকালাম কাণ্ড: ঘরে আগুন, আহত ২৫

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১৮:০৫

মাদারীপুরে মোবাইলে লুডু খেলা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। খেলা থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বসতঘরে আগুন দেয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাঝ রাত পর্যন্ত জেলার রাজৈরের পাইকপাড়া ইউপির বৈরাগীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মেহেদী ও তৌহিদ নামের দুই জন বৈরাগীর বাজারের সেতুর ওপর বসে মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় খেলায় জয়-পরাজয় নিয়ে দুই জনের মধ্যে কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ খবর ছড়িয়ে পড়লে পাইকপাড়া ইউপির বৈরাগীর বাজার এলাকার লোকজন ও ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউপির রাজেশ্বরদী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় পাঁচটি ঘরেও আগুন দেয়া হয়। এছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রায় চার ঘণ্টার সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us