মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মরণে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ০০:০০

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জে স্থাপিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া ঢাকা-পাটুরিয়া সড়কে রেললাইন সংযোগের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেস ক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, বারসিক, রেইনবো থিয়েটারসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিক প্রতিনিধি বিমল রায়, কৌড়ি এম এ রউফ কলেজের অধ্যাপক নাসিম উদ্দিন, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, কমরেড শামসুল আলম খান, কমরেড দুলাল বিশ্বাস, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, সাংবাদিক পারভেজ বাবুল, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় মহাসড়কের পাশে নিরাপদ সড়ক ও ঢাকা-পাটুরিয়া সড়কে রেললাইন সংযোগের দাবি সহ বিভিন্ন দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুর্ঘটনাস্থল ও বানিয়াজুরী এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us