আরও সস্তা করোনার ওষুধ, ২৮০০ টাকায় রেমডেসিভির বিক্রি করবে ক্যাডিলা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১৫:৫৯
চারটি সংস্থা আগেই ভারতের বাজারে বাণিজ্যিক ভাবে বিক্রি করছিল। এ বার পঞ্চম সংস্থা হিসেবে সবচেয়ে সস্তায় করোনাভাইরাসের জেনেরিক ওষুধ রেমডেসিভির নিয়ে এল জাইডাস ক্যাডিলা। অন্যান্য সংস্থাগুলির এই ওষুধের ১০০ মিলিগ্রামের দাম যেখানে ৪ হাজার টাকা বা তার বেশি, ক্যাডিলা সেখানে দাম নির্ধারণ করেছে ২৮০০ টাকা। এর ফলে ভারতের বাজারে এক দিকে যেমন করোনার ওষুধের অপ্রতুলতা যেমন কমবে, তেমনই চিকিৎসার খরচও কমবে বলেই মনে করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।