দুইদিন পর রূপসা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০০:০০

খুলনার রূপসা নদীতে পড়ে যাওয়ার দু’দিন পর ফিশিং বোটের শ্রমিক মো. রাকিব হোসেন হাওলাদারের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল দুপুরে নগরীর শিপইয়ার্ড গেট এলাকার নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব ফিশিং ট্রলারের লস্কর ও নগরীর লবণচরা ইসলামপাড়া ১নং গলির মো. সেলিম হাওলাদারের ছেলে।সূত্র মতে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এম.বি ম্যাটাডোর নামের ফিশিং ট্রলারে পরিচ্ছন্ন কাজ করার সময় রাকিব হাওলাদার নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসে। এরপর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। ওইদিন বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালালেও পাওয়া যায়নি রাকিবকে।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, দু’দিন আগে এমভি ম্যাটাডোর নামের ফিশিং বোট ধোয়ার সময় অসাবধানতাবশত রূপসা নদীতে পড়ে যান শ্রমিক রাকিব। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। গতকাল দুপুরে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।ফায়ার সার্ভিস’র ডুবুরি দলের সদস্য মো. নবী বলেন, গত দুইদিন রূপসা নদীতে অনেক খোঁজাখুঁজির পর গতকাল বেলা দেড়টার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যতদূর জেনেছি, নিহত রাকিব হোসেন সাঁতার পারতো, তবুও রূপসার স্রোতের তোড়ে ডুবে যায় সে।রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বাম পাশে পরিষ্কার করার সময় পা পিছলে পড়ে গিয়েছিল। এ ঘটনায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (যার নং-১৮৮)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us