ব্রাহ্মণবাড়িয়ায় ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে’ অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ২০:২৫
‘বন্দুকযুদ্ধে হত্যার ভয় দেখিয়ে’ অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদ হোসেনের আদালতে হারুন মিয়া নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তিনি আখাউড়া উপজেলা সদরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মামলার আসামিরা হলেন এসআই মতিউর রহমান ও হুমায়ুন কবির, এএসআই খোরশেদ এবং কনস্টেবল প্রশান্ত ও সৈকত। বিচারক মামলাটি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।