দেশে বছরে প্রায় এক লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে। বুধবার তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক কোম্পানিগুলো ভোক্তা হারানোর শূন্যতা পূরণে টার্গেট করে শিশু-কিশোর ও তরুণদের। তামাক এবং নিকোটিনযুক্ত পণ্যে আকৃষ্ট করতে ইচ্ছে করে নানা কারসাজির আশ্রয় নেয় কোম্পানিগুলো।