প্রসেসরে ৪০০ ক্রুটি, ঝুঁকিতে ৩০ লাখ অ্যানড্রয়েড ব্যবহারকারী
প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১১:৩৭
কোয়ালকমের ডিজিটাল সিগন্যাল প্রসেসর চিপে (ডিসিপি) ৪০০ ত্রুটি পাওয়া গেছে। ফলে ঝুঁকিতে আছে ৩০ লাখ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী। চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা এই ত্রুটি খুঁজে পেয়েছে। বাজারে যত অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে তার মধ্যে ৪০% স্মার্টফোনে কোয়ালকম চিপ ব্যবহৃত হয়। এই চিপ সব দামের ফোনের মধ্যেই পাওয়া যায়। শুধু এটা নয়, গুগল, স্যামসাং, এলজি, শাওমিসহ আরও বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনে এই কোয়ালকম চিপ ব্যবহার হয়ে থাকে। চেক পয়েন্টের রিসার্চাররা ডিসিপি চিপ টেস্ট করেছিল আর তাতে ত্রুটিযুক্ত ৪০০টি কোড পিস খুঁজে পেয়েছে।