পড়াশোনা করে এ পাওয়াটা আনন্দের, সঙ্গে প্লাস যোগ হলে তো কথাই নেই। তবে এএর আগে যদি বসে হেপাটাইটিস, তবে সেই পজিটিভ রিপোর্টে খুশি হন না কেউ। হেপাটাইটিস এ একটা ভাইরাস। যা ছড়ায় দূষিত পানি আর খাবারের মাধ্যমে। এই ভাইরাসে আক্রান্ত হয় লিভার (যকৃৎ)।
লিভারে হেপাটাইটিস এ হলে সাধারণত জন্ডিস হয়, তবে শুরুতেই নয়। শুরুটা হয় সাধারণত জ্বর, বমি বা বমিভাব, ক্ষুধামান্দ্য, পেটের ডান পাশের ওপর দিকে একটু ব্যথা...