জিডিপির প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় নিয়ে অর্থমন্ত্রীর সন্তোষ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০১:০১
অর্থ মন্ত্রণালয়ের বিভাগগুলোর মধ্যে কাজে আরো গতি আনা ও সমন্বয় সাধনের জন্য প্রতি তিন মাস পর একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমন্বয় সভার আলোচনার মাধ্যমে সময়ে সময়ে দেশের অর্থনীতির নানা বিষয় আপডেট করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবদের সঙ্গে ভার্চুয়াল সমন্বয় বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। এ সময় তিনি গত ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলারে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।