সাভারে তুরাগ নদ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০০:০০

সাভারে তুরাগ নদে ট্রলারের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যাওয়া দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। গতকাল সকাল ৯টার দিকে তাদের মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহতরা হলো- সাভারের বনগাঁও ইউনিয়নের বেরাইদ গ্রামের মফিজুদ্দিনের ছেলে সুমন (২৫) ও একই এলাকার আতাবুল্লার ছেলে সুমন (৩০)। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ নদে বন্ধুদের নিয়ে বনভোজনের আয়োজন করে সুমন। সোমবার বিকালে পাঁচ বন্ধু মিলে বনভোজনের স্থান দেখে ফেরার সময় হঠাৎ তাদের বহনকারী ট্রলারটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় ভয়ে জীবন বাঁচাতে পাঁচ বন্ধু নদে ঝাঁপ দিলেও সাঁতার জানায় তিন বন্ধু সাঁতরে তীরে উঠে আসলেও এ ঘটনায় দুই বন্ধু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল মঙ্গলবার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সকাল ৮টার দিকে সুমন (২৫)-এর লাশ পায় ডুবুরি দলের সদস্য আজিজুল ইসলাম। পরবর্তীতে সকাল ৮টা ৪০ মিনিটে অপর যুবকের মৃতদেহটিও স্থানীয় বেরাইদ এলাকা থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের স্টেশন অফিসার মো. প্রিন্স জানান, নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us