বেনজির! ইতিহাসের প্রথম IPL ম্যাচের এই সব কাণ্ডে আজও অবাক ক্রিকেটদুনিয়া

এইসময় (ভারত) প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১৭:৫৭

এই সময় ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক সপ্তাহ পরই সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে IPL 2020। করোনার কারণেই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বাইরেই IPL আয়োজন করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। IPL মানেই ভরা স্টেডিয়াম, গমদম করা আওয়াজ, চার-ছক্কায় পার্টি সংস থেকে চিয়ারলিডারদের উদ্দাম নৃত্য। এবারে এসবের কিছুই থাকছে না। মাত্র ৩০-৫০ শতাংশ দর্শক নিয়েই হবে খেলা। তবে টাইমেশিনে একবার ফিরে যাওয়া যাক ইতিহাসের সেই প্রথম IPL ম্যাচে। ২০০৮ সালে সে দিন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে IPL-এর পথচলা শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই। ব্রেন্ডন ম্যাক্কালামের ঝোড়ো ব্যাটিং আর শোয়েব আখতারের বিধ্বংসী বোলিংয়ে নাইটরা সেই ম্যাচ পকেটে পুড়ে নিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচেই অসাধারণ কিছু কাণ্ড ঘটেছিল, যা হয়তো অনেক ক্রিকেটভক্তেরই অজানা। সেগুলিই জেনে নেওয়া যাক একনজরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us