বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি রোগ এবং যাদের অতিরিক্ত ওজন রযেছে, তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অতিরিক্ত ওজন মেটেও ভালো নয়। অতিরিক্ত ওজনের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যে কোনো সংক্রমণ রোগ বা ভাইরাস সহজে শরীরে বাসা বাঁধতে পারে। তাই অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে।
এ বিষয়ে মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. ফাহিম আহমেদ রূপম (সিটিস্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা) যুগান্তরকে বলেন, অতিরিক্ত ওজন হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যে কোনো রোগ সহজে আক্রান্ত করে। তিনি বলেন, অতিরিক্ত ওজন অন্য রোগের মতোই করোনার ক্ষেত্রেও ঝুঁকি বাড়াচ্ছে। আর যদি রোগীর ডায়াবেটিস, উচ্চরক্তচাপ বা হৃদরোগের সমস্যা থাকে, তবে আক্রান্ত হলে জটিলতার আশঙ্কাও বাড়বে।