পুরুষ ক্রিকেটাররা ঈদের ছুটির আগেই একক অনুশীলন শুরু করেছেন। এবার সেই দলে যোগ দিলেন নারী ক্রিকেটাররাও। গতকালই ব্যক্তিগতভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন কয়েক জন নারী ক্রিকেটার। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী অনুশীলন করবেন তারা।