শিপ্রা কারামুক্ত সিফাতের বিষয়ে আদেশ আজ

মানবজমিন প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০০:০০

মুক্তি পেয়েছেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রা। রোববার বিকাল ৩টায় তিনি কক্সবাজার কারাগার থেকে মুক্ত হন। মুক্তি পাওয়ার পরপরই তাকে একটি বিশেষ গাড়িতে করে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। তবে শিপ্রা কাদের সঙ্গে গেছেন বা কারা তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি। ওইসময় জেল গেটের সামনে সাংবাদিকরা অপেক্ষমাণ থাকলেও শিপ্রার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, কোনো আসামি মুক্ত হওয়ার পর তিনি কার সঙ্গে যাচ্ছেন, তা আমাদের দেখার বিষয় নয়। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর বিকাল ৩টার দিকে আত্মীয়স্বজনের সাথে শিপ্রা চলে গেছেন, এমনটিই জেনেছেন তিনি। এর আগে সকালে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করে আদালত।  দুপুর সাড়ে ১২টার দিকে  রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন  এই জামিন আবেদন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক। অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন ধার্য করেছে সোমবার।  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ- ৩) এর ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us