নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে খামারের ৭০০ হাঁস মারা গেছে। দুদিন ধরে জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামে জাকির হোসেনের হাঁসের খামারে এ মড়ক দেখা দিয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারি।
জাকির হোসেন জানান, প্রতি বছর তিনি ডিম উৎপাদনের জন্য এ হাঁসের খামার করে থাকেন। ডিমপাড়া শেষ হলে হাঁস বিক্রি করে দেন। এ বছর দেড় হাজার হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করেন। হাঁসগুলোর আগামী মাস থেকে ডিম দেয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার থেকে খামারে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মরতে শুরু করে। দুই দিনে ৭০০ হাঁস মারা গেছে তার। বাকিগুলোর অবস্থাও আশঙ্কাজনক।