মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের জোবায়ের মনিরের জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। জামিনের শর্ত ভঙ্গ করায় আজ রোববার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল জোবায়ের মনিরের জামিন বাতিল করে এ আদেশ দেন। ট্রাইব্যুনালে জামিন বাতিলের আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। গত ৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন বাতিলের আবেদন করা হয় বলে জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম। জামিন বাতিলের আবেদনে বলা হয়, আসামি জোবায়ের মনিরকে ঢাকার বাসায় থাকার শর্তে জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল। কিন্তু তিনি শর্ত ভঙ্গ করে