সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র লেবানন, আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৫:০৮
বিধ্বংসী বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং জড়িতদের বিচারের দাবিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবানন। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দেশটির রাজধানী বৈরুতে বিস্ফোরণের তদন্তের অংশ হিসেবে ১৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তুপে রূপ নেয়া বৈরুতে এখন জ্বলছে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। প্রধানমন্ত্রী হাসান দিয়াবের বিরুদ্ধে নানা শ্লোগান দেন তারা।