আশ্রয়ণ প্রকল্পে আশ্রিতদের জরাজীর্ণ ঘরে বিপন্ন জীবন
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১০:০১
ঘরের চালা আছে তো বেড়া নেই। বেড়া আছে তো নেই দরজা। চালার টিনগুলো ভাঙা, বৃষ্টি এলেই পানি পড়ে। এখানকার বেশির ভাগ নলকূপ অকেজো। যেখানে-সেখানে নোংরা, আবর্জনা, মলমূত্র। নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থা। এরই মধ্যে কোনো রকমে মাথা গুঁজে জীবন কাটিয়ে দেওয়া।
এটি বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনচিত্র। জানা গেছে, ২০০২ সালে পেঁচিবাড়ি বাঙালী নদীর তীরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বসবাসের জন্য ঘরগুলো নির্মাণ করা হয়।