আইপিও অনুমোদনে আগের কোনো ভুলের পুনরাবৃত্তি চায় না বিএসইসি
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০১:০৪
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রসপেক্টাস ও আর্থিক প্রতিবেদনে অতিরঞ্জিত ও মিথ্যা তথ্য দেয়ার প্রবণতা দীর্ঘদিনের। এর আগে অতিরঞ্জিত তথ্য দিয়ে অনেক কোম্পানি পুঁজিবাজারে এসেছে, যেগুলো পরবর্তী সময়ে মন্দ কোম্পানিতে পরিণত হয়েছে। তবে আইপিও অনুমোদনের ক্ষেত্রে কোনো ছাড় না দেয়ার নীতি গ্রহণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মে মাসে নতুন চেয়ারম্যান ও কমিশনাররা দায়িত্ব নেয়ার পর আগের কোনো ভুলের পুনরাবৃত্তি না করতে এ অবস্থান নিয়েছে কমিশন।