করোনার মধ্যেই ধনী তালিকায় অগ্রগতি মুকেশ আম্বানির

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ২২:০৪

মহামারি করোনাভাইরাসের ভয়াবহ থাবায় বিশ্ব প্রায় স্থবির হয়ে আছে। এর মধ্যেই সম্পদের পরিমাণ বাড়িয়ে ধনীর তালিকায় একধাপ এগিয়ে গেলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। এবার ইউরোপের ধনীতম ব্যবসায়ী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্ব তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। সপ্তাহতিনেক আগেই মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটকে ছাপিয়ে বিশ্বের ধনীদের তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার পাঁচ নম্বরে উঠে এসেছিলেন আম্বানি। শনিবার ফের তার উত্তরণ! ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক জানাচ্ছে, চলতি বছরে মুকেশের শিল্পগোষ্ঠীর সংগৃহীত সম্পদের মোট পরিমাণ প্রায় ২,২০০ কোটি ডলার। আর সম্পদের মোট পরিমাণ প্রায় ৮,০৬০ কোটি ডলার। করোনা পরিস্থিতির কয়েক মাস পর থেকে তেলের চাহিদা বাড়ার কারণেই মুকেশের জ্বালানি সাম্রাজ্যের শেয়ার বেড়েছে। তার সংস্থায় ডিজিটাল ইউনিটে ফেসবুক, গুগল-সহ বিভিন্ন সংস্থার বিনিয়োগও দ্রুত বাড়ছে। আর তাই সম্পদের দৌড়ে ক্রমশ এগিয়ে চলেছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us