চাঁদের মাটিতে প্রথম পা রাখা মানুষ হিসেবে নীল আর্মস্ট্রংকে আমরা চিনি। এরপর যিনি নামেন সেই এডুইন অলড্রিনও সবার চেনা। মহাকাশের এই ইতিহাস আমরা কমবেশি সবাই জানি। তবে অনেকেই জানেন না যে পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হয়েছে একাধিক জীবজন্তুকে। এখন পর্যন্ত সাতটি দেশ মহাকাশে মানুষ ছাড়াও অন্য প্রাণী পাঠিয়েছে। আর সেই তালিকায় মাছি থেকে মাছ সবই রয়েছে।