চর্মরোগ হিসেবে পরিচিত এই রোগটি হলে ত্বকে জ্বালা, ফেটে যাওয়াসহ চুলকানি হতে পারে। আক্রান্ত স্থান এসময় শুকিয়ে খসখসে হয়ে যায় কখনো আবার ফোসকা বা ঘা তৈরিও হয়। চিকিৎসার পরিভাষায় এরই নাম অ্যাটপিক ডার্মাটাইটিস।