প্রথমে ছিলেন ফাঁসির আসামি। পরে সাজা সংশোধন করে যাবজ্জীবন। কিন্তু তাঁর মতলব ছিল জেল পালানোর। পাঁচ বছর আগে একবার চেষ্টাও করেছিলেন। ব্যর্থ হন। তবে এবার ‘সফল’ হয়েছেন। পালিয়েছেন গাজীপুরের কাশিমপুর-২ কারাগার থেকে। আলোচিত এই কয়েদির নাম আবু বকর সিদ্দিক। বয়স ৩৫ বছর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য কয়েদিদের লকআপের পর সেখানে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। কারা কর্মকর্তাদের ধারণা, তিনি কৌশলে পালিয়েছেন।