এই সময়ের শিল্পীদের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী: শিল্পী শরীফ উদ্দিন

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৮:০২

বিকল্প বিনোদনের মাধ্যম এখন সারা বিশ্বেই জনপ্রিয়৷ এই প্লাটফরমের শিল্পীরা কি স্থায়ী হচ্ছেন? তাদের গানগুলো কি হারিয়ে যাবে? এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী শরীফ উদ্দিন৷ বিকল্প বিনোদনের মাধ্যম এখন সারাবিশ্বেই জনপ্রিয়৷ বাংলাদেশেও ফান ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে৷ এই প্লাটফরমের শিল্পীরা কি স্থায়ী হচ্ছেন? তাদের গানগুলো কি সামনের দিনে হারিয়ে যাবে? এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী শরীফ উদ্দিন৷

তার মতে, মূল ধারার শিল্পীরা বেঁচে থাকবেন আজীবন৷ আর এখনকার শিল্পীদের গান তিন পর আর কেউ শোনে না৷ একমাস পর তো হারিয়েই যায়৷ এই জনপ্রিয়তা ক্ষণস্থায়ী৷

ডয়চে ভেলে : বিকল্প বিনোদন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফান ভিডিওগুলো পাওয়া যাচ্ছে এগুলোর জনপ্রিয়তা কেমন?

শরীফ উদ্দিন : এগুলোর জনপ্রিয়তা ভালো৷ তবে আমি মনে করি, মান ভালো না৷ সঙ্গীত করতে হলে জানতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়৷ এখন তো একটা ক্যামেরা ধরে, এরপর গান গাইল তারপর শিল্পী হয়ে গেল৷ আমি এদের ভালো শিল্পী মনে করি না৷ এটার একটা নিয়ম নীতি করলে ভালো হবে৷

আমরা জানি আপনার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ এখানে জনপ্রিয় হতে কি ধরনের কনটেন্ট লাগে?

আমার জনপ্রিয়তা সৃষ্টিকর্তা প্রদত্ত৷ আমার গানগুলো দর্শক পছন্দ করেছে এই কারণে জনপ্রিয়তা পেয়েছে৷ আমিও পরিশ্রম করেছি অনেক৷ আমি বিভিন্ন ধরনের গান করেছি৷ মাজারের গান করেছি, জারি গান করেছি, মাটির গান করেছি৷ আমি আসলে সব ধরনের গানই করেছি৷ এই কারণে হয়তো জনপ্রিয়তা পেয়েছি৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us