ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে রাশিয়া, চীনের সংঘাত

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৬:১০

অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে তৎপর হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন৷ রাশিয়া ও চীন এই প্রচেষ্টার বিরোধিতা করছে৷ আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে বিষয়টির ফয়সালা হবার কথা৷ করোনা সংকট সত্ত্বেও বিশ্বে সংঘাতের কারণগুলি থেমে যায়নি৷ যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে৷ অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সময় এসে যাওয়ায় সেই সংঘাত আবার প্রকাশ্যে আসছে৷

আগামী ১৮ই অক্টোবরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির ঘোষণাকরেছেন৷ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ইরানকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসের মদতকারী দেশ' হিসেবে বর্ণনা করেছেন৷ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে চীন বা রাশিয়া বাধা দিলে সেই দেশগুলিও সন্ত্রাসবাদের ‘কো স্পনসর' বা দোসর হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে অ্যামেরিকা৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us