কানাডার এক নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে চীনের একটি আদালত। এ রায়ের মাধ্যমে এই দুই দেশের উত্তেজনা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার চীনের গুয়াংজু ইন্টারমিডিয়েট আদালত এ রায় দিয়েছে। এক বিবৃতিতে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক তৈরির জন্য শু ওয়েইহংকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।
চীনের রাষ্ট্রীয় পরিচালিত গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালের অক্টোবরে মাদক উৎপাদনের জন্য কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম কিনেছিলো শু। কেটামিন তৈরির জন্য তার সহযোগী ওয়েন গুয়ানজিওনগের সঙ্গে মিলে কাজ করছিলো সে।