আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ১৭:২৯

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের আগে আকবর আলীদের উত্তরসূরি নির্বাচনে ক্যাম্প করতে চেয়ে বিকেএসপির কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মৌখিকভাবে সেই আহ্বানে সাড়া দিলেও এখনও আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি সাকিব-মুশফিকদের গড়ে দেওয়া প্রতিষ্ঠানটি।বিকেএসপি আনুষ্ঠানিক চিঠি না দিলে মৌখিকভাবে বিসিবিকে তাদের অবকাঠামো ব্যবহারের অনুমতি দিয়েছে। কিছু ব্যস্ততার কারণে এই মুহূর্তে নিজেদের মধ্যে সভা করতে পারছে না বিকেএসপি। ফলে আনুষ্ঠানিক চিঠি দিতে বিলম্ব হচ্ছে। বিসিবি অবশ্য আশা করছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাশিত চিঠি কাছে চলে আসবে তাদের।এ প্রসঙ্গে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনও আনুষ্ঠানিক চিঠি না এলেও আমরা মৌখিক অনুমতি পেয়েছি। আমাদের প্রধান নির্বাহী (নিজামউদ্দিন চৌধুরী) ও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান (খালেদ মাহমুদ সুজন) ভাইয়ের কাছে মৌখিকভাবে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us