সীমান্ত থেকে আরও দূরে সরবে না সেনা, চিনের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ০৯:৩৮
লাদাখ ঠান্ডা হলেও সীমান্ত সমস্যার বরফ এখনও গলেনি। ১৪ সপ্তাহ অতিক্রান্ত হলেও ভারত-চিন একে অপরের সব কথা শুনতে নারাজ। সেনা সূত্রে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান হয় সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর বিষয়ে চিন যে প্রস্তাব রেখেছে তা মানা “গ্রহণযোগ্য নয়”, এমনটাই জানান হয়েছে। ফিঙ্গার ৪-এ এখনও সেনা সরায়নি চিন। বরং উলটে সেনা মোতায়েন করছে এমনটাই জানান হয়েছে।ভারতীয় সেনা সূত্রের পক্ষ থেকে সাফ বলা হয়েছে, “চিন যে প্রস্তাব রেখেছে তা মানতে হলে সীমান্ত থেকে সেনা ছাউনিই তুলে নিতে হয়। এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।”